মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ উপজেলা শাখা গঠন ও রাবে জামাতের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল শহরস্থ দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় ফুযালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা শ্রীমঙ্গলের মুহতামিম ও আঞ্জুমান শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুফতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের প্রিন্সিপাল ও শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আবুল বাশার, বিশেষ অতিথি জেলা সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এহসান বিন সিদ্দিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মামুনুর রশীদ মাসুম, জেলা সহপ্রশিক্ষণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিক্ষক ও পরিদর্শক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাদ্বিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হোসাইন আহমদ, মাদরাসায়ে আহলিয়া পূর্ব সিরাজনগরের নায়েবে মুহতামিম মাওলানা নুরুদ্দিন, অশ্লীলতা দমন কমিটি (অদক) শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মাশুক আহমদ, মাওলানা কফিল আহমদ প্রমূখ।
ফুযালা ও সুধী সমাবেশ পরবর্তী নির্বাহী বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ সেশনের জন্য মুফতি মনির উদ্দিনকে সভাপতি ও মাওলানা সোহাইল আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫জন সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়।
হাআমা/