শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

সেইফ এডুকেশন ইনস্টিটিউটে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কদমতলী থানার পাটেরবাগের আজাদী কমপ্লেক্স অবস্থিত সেইফ এডুকেশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ভর্তি উৎসব ও শিক্ষা সেমিনার। ৩০ শে নভেম্বর সকাল ৯ টায় ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

সেইফ এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সেলিম হোসাইন আজাদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক ও মসনবী রুমির বাংলা অনুবাদক ড. ঈসা শাহেদী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসাইন বলেন, আপনার শিশু হল ফুল, এই ফুলকে আগলে রাখতে হবে। সন্তান একটি বিষয়ে না পারলেও অন্য বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে। অন্য সন্তানের সাথে নিজের সন্তানকে তুলনা করবেন না। তার লক্ষ্য ঠিক করে স্কুল সময় থেকে টার্গেট করে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বে চাকুরীর জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্যই চিন্তা করে। সুতরাং সন্তানদের এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। বর্তমান সময়ে ইসলামিক শিক্ষা বড় চ্যাল্যান্জিং হয়ে দাঁড়িয়েছে। সেইফ এডুকেশন ইনস্টিটিউট সে চ্যালেন্জ দূর করে এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ঈসা শাহেদী জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের অতিরিক্ত চাপ প্রয়োগ করে গালমন্দ করা মোটেই উচিত নয়। শিশুদের মারধর করা থেকে প্রত্যেক পিতা-মাতার বিরত থাকতে হবে। আদর ও ভালোবাসা দিয়ে তাদের শিক্ষা দিতে হবে। এসময় তিনি রাসুলুল্লাহর প্রিয় নাতিদের ভালোবাসার কিছু উদাহরণ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মাওলানা সেলিম হোসাইন আজাদী বলেন, আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়া, আন্তর্জাতিক মানের শিক্ষা ও ইসলামি আদর্শের সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা আমরা দিচ্ছি। এখানে আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংলিশ মিডিয়াম ভিত্তিক পাঠ্যক্রম ও শিশুদের মেধা এবং সৃজনশীলতাকে বিকশিত করতে আধুনিক শিক্ষা পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, আপনারা শুনে খুশি হবেন, সেইফ এডুকেশন ইনস্টিটিউটে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশা পাশি রয়েছে বিশেষ হিফজ ক্লাস। যার মাধ্যমে আপনার সন্তান হাফেজ ও কোরআনের অর্থ বুঝতে পারবে। এখানে রয়েছে, ডে-কেয়ার সেবা। কর্মজীবী অভিভাবকদের জন্য রয়েছে বিশ্বমানের ডে-কেয়ার ও রেসিডেনশিয়াল এবং নন-রেসিডেনশিয়াল সুবিধা। সেইফ এডুকেশন ইনস্টিটিউটে অভিজ্ঞ, দক্ষ, যত্নশীল, এবং প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছে, যারা আপনার সন্তানকে খুব যত্নসহ তারা পাঠদান করাবেন।

মেনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থী, অভিভাবক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ