মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ ।। ১৬ আশ্বিন ১৪৩১ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে মন্ত্রিপরিষদের নীতিমালা জারি আলেম উলামারা বর্তমানে বৈষম্যের শিকার: মুফতি ফয়জুল করিম নভেম্বরে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র উপদেষ্টা ‘ইসলামি জনমতকে ‘মৌলবাদ’ বলা ফ্যাসিবাদী আচরণ’ খাগড়াছড়িতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : ড. ইউনূস বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন শুক্রবার 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে আলিয়া মাদরাসা সিলেবাস-কারিকুলাম প্রণয়নে কমিটি গঠনের দাবি পাকিস্তান সফরে ড. জাকির নায়েক, ভাষণ দেবেন একাধিক শহরে

বৈষম্যবিরোধী স্বাধীনতার পরেও উত্তরাঞ্চলের মানুষ এখনও বৈষম্যের শিকার: কওমী ছাত্রসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক : তিস্তা বাঁধের স্থায়ী সমাধান, উত্তরবঙ্গের মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে মানববন্ধন করেছে "উত্তরবঙ্গ সচেতন কওমী ছাত্রসমাজ"।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উত্তরবঙ্গের সচেতন কওমী ছাত্রসমাজের আহ্বায়ক মুহাম্মাদ আরশাদ হুসাইন বলেন, বেশ কয়েকদিন উত্তরাঞ্চলের অনেক এলাকা ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে পানিবন্দী জীবনযাপন করছে। এহেন অবস্থায় তাদের সহায়তায় রাষ্ট্রের এগিয়ে আসা অতীব জরুরী। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এবিষয়ে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।   

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন,  দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে যে অর্থ সংগ্রহীত হয়েছে, তার অবশিষ্ট অর্থ উত্তরঞ্চলের পানিবন্দী মানুষের সহায়তায় ব্যায় করার আহ্বান জানান। 

বিশেষ অতিথি মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে মিজান বলেন : বিগত সরকার ভারতের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তির বিনিময়ে তিস্তার পানি ক্রয় করে নিয়ে আসতো, বর্তমান সরকার যদি সেপথে হাঁটে তাহলে দেশের আপামর ছাত্রসমাজ চুপ করে বসে থাকবেনা। আবারও আন্দোলন করবে, সংগ্রাম করবে। 

এছাড়াও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে তিস্তা বাঁধের স্থায়ী সমাধান ও উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণের জোর দাবি জানান। 

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত উত্তরবঙ্গের সচেতন কওমী ছাত্রসমাজ। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ