বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ।। ১০ আশ্বিন ১৪৩১ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জন কমিটিতে ইসলামি স্কলার অন্তর্ভুক্ত করুন’ ভারতে রাসূল (সা)-এর অবমাননাকারীদের গ্রেফতার দাবি হেফাজতে ইসলামের ঢাকার চৌধুরীপাড়ায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিরাতের বইমেলা হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের নবীজির শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা কমিটি গঠিত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক আরব আমিরাতে ফিরতে চান দেশে ফেরত গণঅভ্যুত্থান সমর্থনকারী প্রবাসীরা ইলিশ রফতানি বন্ধে হাইকোর্টে রিট

নবীজির শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদুল্লাহ ||

ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় তাহযীবুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে  রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন ৩ রাস্তার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাহযীবুল মাদারিসিল কওমিয়ার নায়েবে আমীর ও জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ইবরাহীম হেলালের সভাপতিত্বে এতে আশপাশের বিভিন্ন মাদরাসার অসংখ্য ছাত্র-শিক্ষক, সাধারণ মুসল্লী ও স্থানীয়রা অংশ নেন।

মুফতি ইবরাহীম হেলালসহ অন্যান্য বক্তারা ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান। বক্তারা অন্তর্বর্তী সরকারকে ভারতের সাথে আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বর্জন করে চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্র নীতি গ্রহণ করার দাবি জানান। সেই সাথে  আওয়ামী আমলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কৃত সব চুক্তিকে দেশের স্বার্থের অনুকূলে নবায়ন করারও দাবি জানান তারা।

এ ছাড়াও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দেশীয় উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে পণ্য আমদানি করা  যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের মানুষের চাহিদা পূরণ করে এরপরে রপ্তানি করা। যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়।

বক্তারা আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদ ও ভারতবিরোধী এই সমাবেশ ও বিক্ষোভ-মিছিল সবে শুরু। ভারত যদি নবীজিকে কটুক্তিকারীদের বিচার না করে, ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করে এবং সেই সাথে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে এ দেশের রাসূলপ্রেমিক মুসলমান ও দেশপ্রেমিক জনগণ শীগ্রই ভারতের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন।

ওই বিক্ষোভ-সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল কাইয়ুম আল মাসউদ, শতাধিক গ্রন্থের লেখক ও জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মিজানুর রহমান কাসেমী, একই মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারী মুনিরুজ্জামান, রাহমানিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি বুরহানুদ্দীন কাসেমী, মুফতি শফীকুর রহমান, মাহাদু বুহুসিল ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল আমীন, জামি'আ ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি জামালুদ্দীন, প্রসিদ্ধ ইসলামিক আলোচক মুফতি মাহমুদুল হাসান গুনবি, জামি'আ ইলয়াসিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু সায়েম, মিনার মসজিদ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হান্নান, জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক মুফতি শফীক সালমান কাশিয়ানী, মুফতি সাঈদুজ্জামান এবং  মাওলানা ইরফান জিয়া প্রমূখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ