শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ পৌষ ১৪৩১ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা পেলেন মাসউদুল কাদির ইজতেমা ময়দানে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: জমিয়ত ‘কওমি জনতাকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়’ ‘এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না’ আ.লীগ ক্ষমতায় আসার আগেই হত্যাকান্ড শুরু করেছিল: জামায়াত আমীর উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ফরিদপুরের ভাঙ্গায় ৫শতাধিক মানুষের খেলাফত মজলিসে যোগদান জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা

ধর্ম উপদেষ্টার সাথে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ খালিদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির এক প্রতিনিধি দল। 
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

শিক্ষক প্রতিনিধি দল এসময়ে ধর্ম উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেন।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষক সমিতি। 

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন এর নেতৃত্বে  শিক্ষক প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাজমুস, নঁওগা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, সিরাজগঞ্জ জেলার কোষাধ্যক্ষ মুফতী ইয়াকুব আলী ও চাপাই নবাবগঞ্জ জেলার মাওলানা মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ