রাজধানীর মিরপুর-১২ তে অবস্থিত মারকাযুল কুরআন হিফজ মাদরাসায় জনবল নিচ্ছে।
সম্মানজনক বেতনে ২ জন শিক্ষক ও ১ জন স্টাফ নিয়োগ দেওয়া হবে বলে জানায় মাদরাসা কর্তৃপক্ষ।
হিফজুল কুরআন শিক্ষক:
ইয়াদী হাফেজে কুরআন ও হুফ্ফাজ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। ছাত্র তৈরী করার মানসিকতা। আমল-আখলাক ও সুন্দর মননের অধিকারী হতে হবে।
ইংরেজি শিক্ষক:
ইংলিশ স্পোকেনে পারদর্শী ও ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
অফিস ম্যানেজম্যান্ট:
হাফেজ-আলেম/ফাযিল পাশ হতে হবে। অফিশিয়াল কাজ, অভিভাবকদের সাথে কথা বলা, সকল বিভাগের সাপ্তাহিক পরীক্ষা নেয়া, তদারকি করা, লেসন প্ল্যান তৈরী করা।
যোগাযোগ নাম্বার: ০১৯১২-৮৭৬৬৯৪।
হাআমা/