|| হাসান আল মাহমুদ ||
দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের ডাকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাল রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (৩য় তলা) ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), হযরত মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, হযরত মাওলানা মুফতি আমানুল হক, হযরত মাওলানা মাসুদুল কারিম, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শাহরিয়ার মাহমুদ, হযরত মাওলানা লোকমান মাজহারী, মুফতি বশির উল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে আওয়ার ইসলামকে নিশ্চিত করেন তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, দাওয়াত ও তাবলীগের চলমান সমস্যা এবং ২০১৮ সালে সাদপন্থীরা যে বর্বর নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার তাবলীগের নিরীহ সাথী, আলেম-ওলামাদের রক্তাক্ত করে, এসবের বিচার দাবি করা হবে এ সংবাদ সম্মেলনে।
হাআমা/