শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

টালবাহানা করলেও সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যতই টালবাহানা করুক, তাদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।’

আজ সোমবার (১০ এপ্রিল) শাহাজাহানপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। আব্বাসের শহাজানপুরের বাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এই আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষার আন্দোলন। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই শাহাজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলনসহ অনেক আন্দোলনের সূত্রপাত। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এইখান থেকেই শুরু হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ, সাবেক কমিশনার জনাব মির্জা খোকন, যুবদলের সাবেক যুগ্মসম্পাদক মাসুদ আহম্মেদ মিলন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মআহবায়ক মোশারফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজন, শ্রমিক দলের যুগ্মসম্পাদক মুস্তাফিজুর রহমান মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ আহমেদ মিন্টু, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন তুহিন, সদস্য সচিব সাদ মোরশেদ পাপ্পা শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব মো. আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদলের আহ্বায়ক রুমা, সদস্য সচিব নার্গিস, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, সাধারণ সম্পাদক বাবলু, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসুদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ