শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: সৌদি আরবের স্থানীয় পর্যায়ে ২৪তম বাদশাহ সালমান কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ছেলে বিজয়ীদের পুরস্কার দেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরদিন মেয়ে বিজয়ীদের পুরস্কার দেন বাদশাহ সালামের স্ত্রী প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল-হাতলিন।

আরব নিউজ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিযোগিতার ছয় বিভাগে তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বে ১০৫ প্রতিযোগী অংশ নেন। অতঃপর প্রতি বিভাগের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে মোট ৩০ লাখ সৌদি রিয়াল (আট লাখ ডলার)।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে দুই লাখ রিয়াল লাভ করেন ইয়াসির বিন খালিদ আল-রাদাদি, দ্বিতীয় স্থান অর্জন করে এক লাখ ৮৫ হাজার রিয়াল পান ফারাস বিন আহমদ মালিবারি এবং তৃতীয় স্থান অর্জন করে এক লাখ ৭০ হাজার রিয়াল পান আইউব বিন আবদুল আজিজ।

কোরআন প্রতিযোগিতার ছয়টি বিভাগ হলো- ১. তাজবিদ ও শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দের তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ কোরআনের ২০ পারা হিফজ, ৫. তাজবিদসহ ১০ পারা হিফজ, ৬. তাজবিদসহ পাঁচ পারা হিফজ।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ