শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের শীতে পুরুষের চুলের যত্নে করণীয় পুরনো প্রেমের ঘটনা জানাজানিতে নববধূর আত্মহত্যা

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: সৌদি আরবের স্থানীয় পর্যায়ে ২৪তম বাদশাহ সালমান কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ছেলে বিজয়ীদের পুরস্কার দেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরদিন মেয়ে বিজয়ীদের পুরস্কার দেন বাদশাহ সালামের স্ত্রী প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল-হাতলিন।

আরব নিউজ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিযোগিতার ছয় বিভাগে তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বে ১০৫ প্রতিযোগী অংশ নেন। অতঃপর প্রতি বিভাগের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে মোট ৩০ লাখ সৌদি রিয়াল (আট লাখ ডলার)।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে দুই লাখ রিয়াল লাভ করেন ইয়াসির বিন খালিদ আল-রাদাদি, দ্বিতীয় স্থান অর্জন করে এক লাখ ৮৫ হাজার রিয়াল পান ফারাস বিন আহমদ মালিবারি এবং তৃতীয় স্থান অর্জন করে এক লাখ ৭০ হাজার রিয়াল পান আইউব বিন আবদুল আজিজ।

কোরআন প্রতিযোগিতার ছয়টি বিভাগ হলো- ১. তাজবিদ ও শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দের তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ কোরআনের ২০ পারা হিফজ, ৫. তাজবিদসহ ১০ পারা হিফজ, ৬. তাজবিদসহ পাঁচ পারা হিফজ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ