আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কাগামী বাংলাদেশি ওমরা যাত্রীদের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আজ বুধবার (২৯ মার্চ) এক শোক বার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত সোমবার সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার এলাকায় ওমরা যাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন বাংলাদেশি নিহত হন।
নিহত ১৩ বাংলাদেশি হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।
-এসআর