শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে আগামী বুধবার তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে যাচ্ছেন। এ তিন দিন সেখানে তিনি বিভিন্ন শ্রেণি, পেশা ও সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। তাছাড়া মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, বুধবার পৌনে তিনটার দিকে হেলিকপ্টারে করে তিনি মিঠামইন হেলিপ্যাডে নামবেন তিনি। সেখানে স্থানীয় ডাকবাংলোয় তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় তিনি মিঠামইন সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় শেষে তিনি নিজ বাড়ি কামালপুরে রাতযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি সড়কপথে মিঠামইন থেকে ইটনা যাবেন। সেখানে বিকাল ৪টায় স্থানীয় অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়কপথে ইটনা থেকে অষ্টগ্রামে যাবেন। সন্ধ্যা ৭টায় সেখানেও একটি মতবিনিময়সভায় অংশ নেবেন তিনি। অষ্টগ্রাম উপজেলা সদরে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মতবিনিময় শেষে নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে যাবেন এবং সেখানে রাতযাপন করবেন।

আগামী শুক্রবার বেলা ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকাল পৌনে তিনটায় মিঠামইনে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল সোয়া তিনটার দিকে মিঠামইন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ