আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ও সাধারন জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর অনলাইন পরীক্ষায় উত্তীর্নদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়তনে কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোঃ হেফজুর রহমান, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ, গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চফেলো ও ইসলামিক আইকন সিজন-৩ এর ঢাকা প্রতিনিধি সৈয়দ এ.আর ছিবগাতুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান। বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে।
পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অডিটোরিয়ামে। সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে।
চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীর জন্য ৮ লক্ষ, ২য় স্থান অধিকারী ৬ লক্ষ ও ৩য় স্থান অধিকারীর জন্য রযেছে ৪ লক্ষ টাকা পুরস্কার।
-এটি