হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন মঙ্গলসিকদার বাজারে পিকনিকের পাজেরো গাড়ীর চাকার নিচে পড়ে নাদিয়া (৭) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
চরফ্যাশন জিন্না নগর থেকে একটি পিকনিক পার্টি আসে মঙ্গলসিকদার বাজার। একই দিনে চরফ্যাশন থেকে দুইটি পিকনিক পার্টি আসাতে একটি স্থান নেয় ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ অন্যটি স্থান নেয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারদিকে বাউন্ডারি করা। একটি প্রাইভেটকারে করে জিন্না নগরের চেয়ারম্যানের স্ত্রী সহ কিছু মধ্যম ভিআইপি আসে। গাড়িটি মাঠের ভিতরে রাখে। ঐ মাঠের পাশে নাদিয়ার বাসা। খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারটি যাত্রা করলে গাড়ির পিছনে মামাতো এবং ফুফাতো ৭/৮ বছরের ভাই, বোন ছিল।
গাড়ির ড্রাইভার পিছনের দিকে গাড়ি টার্ন করলে একজনের মূখের উপর গাড়ির চাকা উঠে। অন্যজন গাড়ির ভিতরে হাউমাউ করে কাঁদে। নাদিয়ার মুখের উপর চাকা পিষ্ট হলে তার মুখ এবং মাথা ফেঁটে যায়।
ঘটনাস্থলে নাদিয়ার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা প্রেরণ করেন। এতে ভোলা নেওয়ার পথে নাদিয়া মারা যায়।
নাদিয়া স্থানীয় মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ে। বাবা মায়ের ইচ্ছে ছিল কোরানের হাফেজ বানাবে। আজ একটি দূর্ঘটনার সাথে তাদের সব আশা ভরসা শেষ হয়ে যায়। অন্যজন চিকিৎসাধীন আছেন।
-এসআর