আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলাম ও সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতা বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর টিভি রাউন্ডের জন্যে প্রতিভার অন্বেষনে ১ম দফা অনলাইনে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আজ সিলেট ও খুলনা অঞ্চলের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. মোঃ হাসনাত উল্লাহর সভাপতিত্বে সিলেট অঞ্চলের বাছাই পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইজডম ট্রাস্টের সেক্রেটারি ড. মোঃ এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়েম আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, জালালাবাদ কলেজ। মাওলানা মুফতি আফজল খান সিরাজি, আরবি প্রভাষক বুরাইয়া কামিল মাদরাসা।
বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল কাদের রুহানি। বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর সিলেটের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ আব্দুশ শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট অঞ্চলের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
খুলনা অঞ্চলের বাছাই পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়।
বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে। পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অডিটোরিয়ামে। সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে।
আশা করা যায়, ইসলাম প্রিয় দর্শকদের জন্যে পবিত্র মাহে রমজানের সেরা উপহার হবে “বেক্সিমকো ইসলামিক আইকন” সিজন-৩ । দেখতে চোখ রাখতে হবে আরটিভির পর্দায় রাত সাড়ে নয়টায়।
-এটি