শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরা সদরের গোপীনাথপুর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুবায়ের হোসেন (১৬) নামের এক হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মুন্না হোসেনের ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।

আহতরা হলেন, খুলনা নর্দান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমএসসি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম। সে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। অপর আহত ব্যক্তির নাম রাহাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সদরের ঋশিল্পীর সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুবায়ের নিহত হন। এ সময় ঘটনাস্থলে আরও দুজন গুরুতর আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: হিসাম আল কবির জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। আহতদের একজনের নাকের হাড় ভেঙে গেছে, তার অবস্থাও গুরুতর। তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনায় ভেঙে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালে রয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে। নিহত ব্যক্তি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ