শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ীপ্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মানিকনগরে মুফতি ইমরানুল বারী সিরাজী প্রতিষ্ঠিত মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ীপ্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) মানিকনগর সর্দারবাড়ী সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমেদ্বীন জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আলোচনা করেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা এনায়েতুল্লাহ, আমেরিকা প্রবাসী মুফতি মোহাম্মদ ইসমাইল, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহ‌ইয়া, পীরজাদা হাফেজ শিব্বির আহমদ শিবলী।

অনুষ্ঠানে বক্তারা নবীন ফারেগীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক হেদায়েতী বয়ান করেন। দেশি-বিদেশি বিভিন্ন বাতিল ফেরকার মোকাবেলায় তরুণদের বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করা, আমৃত্যু ইলমের চর্চা অব্যাহত রাখা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনগণের পাশে দাড়ানোর আহবান জানান।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবছর ৪০ জন ছাত্র মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী থেকে ইফতা সমাপন করে সম্মানসূচক পাগড়ি গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির সভাপতি ও আল বাশার ইন্টার ন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জহির উদ্দিনের সভাপতিত্বে ও মুফতি মারজানুল বারী সিরাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ, শায়খুল হাদিস পরিষদের সদস্য সচিব মাওলানা হাসান জুনায়েদ, মারকাজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মুফতি সানাউল্লাহ খান, রেডিও ৭১ এর মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আজিজুর রহমান হেলাল, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়ত হোসাইন, নিজাম উদ্দিন আল আদনান, ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, বান্দা ইমদাদুল্লাহ, মুফতি উবায়দুর রহমান হাম্মাদ, পিপলস রেডিও এর মুফতি ইসহাক মাহমুদ রফিকী, আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজউদ্দিন সাব্বির, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আনসারুল হক ইমরান, মুফতি ইব্রাহিম হোসাইন, মুফতি উবায়দুর রহমান খান প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ