সৈয়দ হেলাল আহমদ বাদশা
সিলেট গোয়াইনঘাট থেকে>
লতিফিয়া হিফজুল কুরআন একাডেমী ওসমানীনগর সিলেটের ছাত্র মোঃ ইমাদ উদ্দিন মাত্র ১০ মাস ১৭ দিনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হিফয সম্পন্ন করে একাডেমির সাফল্য তুলে ধরেছে।
গত ৩০ জানুয়ারী ২০২৩ ইংরেজি একাডেমির হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে হিফয সমাপ্তির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা এম এ রব।
তিনি বলেন মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সম্মানিত শিক্ষক মন্ডলীদের আন্তরিক প্রচেষ্টা ও প্রিয় ছাত্র ইমাদ উদ্দিন এর কঠোর পরিশ্রমে এই কৃতিত্ব অর্জন সক্ষম হয়েছে।আমি প্রিয় ছাত্র ইমাদ উদ্দিন ও তার সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এদিকে অল্প সময়ে হিফয সম্পন্ন করে মেধার সাক্ষর রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ক্ষুদে এই শিক্ষার্থী। আলাপকালে এই কৃতিত্ব অর্জনকারী ছাত্রের ভগ্নিপতি মুহাম্মদ বদরুল হক মানিক বলেন মহান আল্লাহ তাআ'লার দয়ায় আমাদের এই প্রিয় ছোট ভাইটি মহাগ্রন্থ আল কোরআন হিফয সম্পন্ন করতে পেরেছে।
মহান আল্লাহ তাআ'লার দরবারে শুকরিয়া আদায় করছি। তার সম্মানিত শ্রদ্ধেেয় শিক্ষকমন্ডলী ও এই সাফল্যের পেছনে যাদের অবদান সবার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এই সাফল্যের সংবাদ শুনে যারা দোয়া করছেন বিভিন্ন ভাবে আমাদের ভাইটিকে অনুপ্রেরণা দিয়ে অগ্রসর হওয়ার সুপরামর্শ দিচ্ছেন অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত করছেন সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
হিফজ সম্পন্নকারী মোঃ ইমাদ উদ্দিন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের মৃত আব্দুর রহীম ও মরিয়ম বেগমের ছোট ছেলে এবং হযরত শাহজালাল কামিল মাদরাসার আরবী প্রভাষক মুফতি আল আমিন সাহেবের ভাগিনা। সে সকলের দোয়া প্রার্থী।
-এটি