শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল, আতঙ্কে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুুকুরের আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। এতে আতঙ্কে রয়েছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুর পুরো গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কামড় দিয়েছে কয়েকটি গরুকেও।

ধামলই গ্রামের একজন বলেন, ‘কুকুরের কামড়ে আমার তিনটি ছাগল মারা গেছে। এছাড়া গ্রামের আ. রশিদের পাঁচটি, কিরণের দুইটি, সূর্যত আলীর তিনটি, নজরুল ইসলামের দুইটি, বেলায়েতের দুইটিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের হামলা থেকে প্রতিকারের পেতে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ‘ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ