মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করেছে বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আমদানি করা এবং উৎপাদিত সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড প্যাকেজ কিট (এপিকে) ইনস্টল করা না থাকলে বাংলাদেশের বাজারে সেটি ছাড়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সম্প্রতি মোবাইলফোন আমদানিকারক ও উৎপাদনকারীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব স্মার্ট মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব স্মার্ট হ্যান্ডসেট আগে বিটিআরসি সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে দেখাতে হবে। তাছাড়া কোনও স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি বা ছাড়পত্র দেয়া হবে না। নির্দেশনাটি চিঠি পাঠানোর তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

তবে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিটিতে। চিঠি পাঠানোর তিন দিনের মধ্যে ফাইলটি সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ