মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে বিজিবি-বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমান্ত হত্যা,চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আবার যৌথ ভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ।

এছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও করা হয়েছে এ বৈঠকে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) আয়োজনে বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে এ পতাকা বৈঠকে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ যৌথভাবে এসব কথা জানায়।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে শূন্যরেখায় ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি।

পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার রাকেশ কুমার।

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লেফটেন্যান্ট
কর্নেল কামরুল আহসান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন নয় কর্মকর্তা ও বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ