আওয়ার ইসলাম ডেস্ক: গত ১৩ ও ১৪ জানুয়ারি টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ১২ হাজার রোগী (ইজতেমার মুসল্লি) চিকিৎসা নিয়েছেন।
গতকাল এ তথ্য জানিয়েছেন টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে স্থাপিত ইজতেমার কন্ট্রোল রুমের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
তাদের মধ্যে ৪১ জন ভর্তি এবং ২২ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া, আমাশয়, সর্দি, জ¦র, ঠাণ্ডা, কাশি, পেট ব্যথা, হৃদরোগ, অ্যাজমাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুল ইসলাম বলেন, ইজতেমা ময়দানের আশপাশে স্থাপিত হামদর্দ, ইবনে সিনার মতো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
-এসআর