মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বই ডেলিভারি দিতে গিয়ে যুবক নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর এক বই বিক্রেতার খোঁজ মিলছে না। তার নাম মাহমুদুল হাসান (২৮)। মাহমুদুলের পরিবার বলছে, ১০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় পরের দিন তাঁর বাবা মাওলানা জাফর আহম্মেদ যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ মাহমুদুল হাসানের ছোট ভাই আহমদ হোসাইন বলেন, তারা হবিগঞ্জে থাকেন। তার বড় ভাই মাহমুদুল হাসান স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীতে থাকতেন। তিন বছর ধরে যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেটে তার বইয়ের একটি দোকান রয়েছে। পুরান ঢাকার বাংলাবাজার থেকে বই কিনে এনে তিনি নিজের দোকানে বিক্রি করতেন। পাশাপাশি ফেসবুকে মোল্লার বই ডটকম নামের একটি পেজ চালাতেন। এর মাধ্যমে অনলাইনে গ্রাহকের কাছে বই পৌঁছে দিতেন। তবে গত মঙ্গলবার থেকে তার কোনো খোঁজ মিলছে না।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তা নিয়ে মাহমুদুল হাসানের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। কোনো মামলায় মাহমুদুল হাসান গ্রেপ্তার হয়েছেন কি না, সে ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ অন্যান্য সংস্থার কাছে খোঁজ নেওয়া হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ