আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে মো. আক্কাস আলী (৫০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়।
আক্কাস আলী ঢাকার যাত্রবাড়ী উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।
অন্যরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটেপাড়ার মো. নুরুল হক (৬৩)।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইজতেমা ময়দানে ৬৮নং খিত্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা কন্ট্রোল রুমে থাকা রেজিস্ট্রারে এ তিনজনের মৃত্যুর তথ্যই আছে।
এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত রোগে আবু তৈয়ব ও অ্যাজমায় নুরুল হক মারা যান। পরে দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।
-এসআর