আবদুল্লাহ তামিম মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে শেষ হলো রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব।
কান্নাভেজা কণ্ঠে উম্মতের হেদায়াতের জন্য দোয়া করলেন তিনি। মানুষের কান্নাভেজা কণ্ঠে আমিন আমিন ধ্বনিত হয়।
পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে। প্রথম পর্বে অংশ নিয়েছে- করাচি, লাহোর, পেশওয়ার, মুলতান, বেলুচিস্তান ও কোয়েটার মুসল্লিরা। গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রথম পর্ব শেষ হয়েছে আজ।
বিশ্বের সবচে’ বড় ইজতেমাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এটা তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।
পাকিস্তান ইজতেমার দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নেবেন।
-এটি