আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে মাদ্রাসা শিক্ষা বন্ধের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন বিশ্ববিখ্যাত দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দসহ কয়েক শত মাদ্রাসাকে হঠাৎ বেআইনি ঘোষণা করেছে যোগি সরকার। একাধিক সরকারি বিধি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে ঐ সকল মাদ্রাসার বিরুদ্ধে।
নেতৃদ্বয় বলেছেন, এমন হঠকারী ঘোষণার ফলে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা মূলতঃ ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তার রোধ করতেই এক নতুন চক্রান্ত। আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
তারা আরো বলেছেন, যোগী প্রশাসনের ভেবে দেখা উচিৎ ছিল যে, মুসলিম দুনিয়ায় ভারতের দারুল উলূম দেওবন্দের আবেদন ও প্রভাবটা কী রকম? কোথায় তীর নিক্ষেপ করা হচ্ছে-এটা যারা চিন্তা করে না তারা অচীরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ।
-এটি