মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ইসলামী শাসনই পারে দেশের শান্তি মানবতার মুক্তি ফিরিয়ে দিতে।স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হওয়ার পরেও আজও বাংলার মানুষের মুক্তি ফিরে আসেনি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা ন্যায়ের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়নি। মানচিত্রের পরিবর্তন হলেও ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, মানব রচিত আদর্শের মাধ্যমে কেয়ামত পর্যন্ত শান্তি ও মুক্তি ফিরে আসবেনা। একমাত্র ইসলামী শাসনই পারে দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তি ফিরিয়ে দিতে।

আজ সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত স্থানীয় রেল স্টেশন ময়দানে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিউর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম প্রমূখ। সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করছে হযরত পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ