আবদুল্লাহ তামিম।। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন কওমি মাদরাসার সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নবনির্বাচিত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভি।
আজ বুধবার মাওলানা উবায়দুর রহমান খান নদভির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।
তিনি তার দেয়া পোস্টে লিখেন, উজবেক সরকারের দাওয়াতে একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি, নিবন্ধকার ও আলোচক হিসাবে যোগ দিতে ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২২ পর্যন্ত সফরে থাকতে হবে।
ইনশাআল্লাহ বিশ্বের নানা দেশ থেকে আগত বুদ্ধিজীবী মেহমানদের মতো ছাত্রনেতাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে। তাশকন্দে সম্মেলন শেষে পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দেনোভা, নাসাফ, শহরে সবজ, তিরমিজ, কার্শ, বোখারা, সমরকন্দ, খিভা ইত্যাদি স্থানে পর্যটন ও মনীষীদের স্মৃতিকেন্দ্রে যিয়ারত হবে।
তিনি আরো লিখেন, বাংলাদেশের ভেতর এ সময়ের মধ্যে রাখা কোনো মাহফিল সভা সেমিনারে উপস্থিত থাকা অপারগতা বশত সম্ভব হবে না। মাদরাসাগুলোতে আমার দায়িত্বে ন্যস্ত পাঠদান বন্ধ থাকবে। ইনকিলাব ভবনে বা বেফাক অফিসেও এ ৬ দিন অনুপস্থিত থাকবো। এ সময় স্বাভাবিক ফোন রিসিভও বন্ধ থাকবে। আল্লাহ চাহেন তো ৭ তারিখ থেকে সব যথারীতি আবার স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার কাছে মার্জনা প্রত্যাশা করছি।
-এটি