আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০ টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনে প্রথম হয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে নিউইয়র্কে ৭৭-তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ ১৬০ ভোট পায়।
এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপ।
সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দফতর, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা করা হয়েছে। একই সময়ে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত গুমের তালিকার সঠিকতা নিয়েও পাল্টা প্রশ্ন দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য পদে বিপুল ভোটে বাংলাদেশের জয়ী হওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
-এটি