মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএমে নির্বাচন করতে চায়: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএমে নির্বাচন করাতে চায়।

বর্তমান নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলোর অনুসরণ করে সরকারের ইচ্ছা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধীতা সত্ত্বেও ইভিএম ক্রয় করছে। তিনি বলেন, দেশে অর্থনৈতিক সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় দেশের বিশাল অর্থ ব্যয়ে ইভিএম ক্রয় দূরভিসন্ধি।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষকনেতা অধ্যাপক নাসির উদ্দিন খান, ইশতিয়াক আলআমিন প্রমুখ।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়ে তা ক্রয়ে মরিয়া হয়ে উঠছে। অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল ৮ অক্টোবর ২০২২, শনিবার বেলা ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (মাল্টিপারপাস হল) কারিকুলাম ২০২৩ ধর্মীয় শিক্ষার অবস্থান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সভাপতিত্ব করবেন দলের শিক্ষা বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আ.ফ.ম খালিদ হোসাইন। এছাড়া দেশবরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ বক্তব্য রাখবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ