কাউসার লাবীব: জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন সংগঠনটির সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে নিজস্ব কার্যলয়ে শুরু হয় কলরবের নির্বাহী পরিচালক বেছে নেয়ার নির্বাচন। চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। নির্বাচনে প্রার্থী হিসেবে থাকেন মুহাম্মদ বদরুজ্জমান ও আবু রায়হান। সংগঠনের ৩০৫ জন স্থায়ী সদস্যের মধ্যে থেকে ২৩২ জন ভোট দেন আজকের নির্বাচনে। গোপন ব্যালটে দেয়া তাদের সমর্থনের ভিত্তিতে নির্বাহী পরিচালক নির্বাচিত হন মুহাম্মদ বদরুজ্জামান।
নির্বাহী পরিচালক বেছে নেয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিলে অনেকেই বিষয়টিকে ঘিরে কলরবে নতুন দ্বন্দ শুরু হওয়ার আশঙ্কা করছিলেন। তবে সবকিছু ছাপিয়ে নিজেদের ভ্রাতৃত্বের পরিচয় দেন আবু রায়হান ও বদরুজ্জামান। এমনকি নির্বাচনে একে অপরকে ভোট প্রদান করেন। ঘোষণা দেন যেই বিজয়ী হবে এই বিজয় কলরবের।
জানা যায়, সম্প্রতি কলরবের নীতিমালা প্রণীত হয়েছে। সে অনুযায়ী স্থায়ী পরিষদ গঠনসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কলরব । তারই ধারাবাহিকতায় নির্বাহী পরিষদ গঠনের লক্ষে নির্বাহী পরিচালক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। আজকের নবনির্বাচিত নির্বাহী পরিচালককে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবে কলরব।
আসন্ন নতুন কমিটি দেশে সুস্থ ধারার সাংস্কৃতি বিকাশে উদ্দমতার সঙ্গে কাজ করবেন বলে আশা করছেন কলরবের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
কেএল/