বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’

গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন ধরেই চলছে বৈশ্বিক জ্বালানি সংকট। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় নতুন গ্যাসকূপ অনুসন্ধানের পাশাপাশি বিদ্যমান কূপগুলো খনন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে শিগগিরই আমরা জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানির সংকট মেটাতে বাধ্য হয়ে সরকারকে এলএনজি আমদানি করতে হচ্ছে। এতে অর্থনীতির ওপর চাপ বাড়ছে। তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গ্যাস উত্তোলন বাড়াতে হবে। যদি নতুন কোনো খনি আবিষ্কার করা সম্ভব হয়, তাহলে জ্বালানির দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আমরা ৪৬টি নতুন কূপ খনন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২০২৫ সালের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আশা করছি, খননকাজ শেষ হলে এসব কূপ থেকে প্রতিদিন ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর পাশাপাশি বিদ্যমান কূপগুলোও আরও খনন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ