হামযাহ আলা মাহদী
ডাচ ভ্যালি নামে পরিচিত ব্রিটিশ গায়ক (র্যাপার) স্টিফেন ফেবলস ইসলামি শিক্ষায় অনুপ্রাণিত হয়ে শাহাদাত বাণী আবৃত্তি করেন এবং ইসলাম গ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বিখ্যাত গায়ক ডাচ ভ্যালির ইসলাম গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে। টিক টক ও টুইটারে ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গায়ক একজন ধর্মীয় আলেমের হাতে ইসলাম গ্রহণ করছেন। ইসলামে প্রবেশের জন্য শাহাদাত বাণী পাঠ করছেন।
ডাচ ভ্যালি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে তার ইসলাম গ্রহণের একটি ভিডিও শেয়ার করেছেন। স্বীকার করেছেন যে তিনি এখন ইসলামে প্রবেশ করেছেন। হযরত ঈসা আ. আল্লাহ তাআলার নবী হিসাবে গ্রহণ করেছেন। যেমন মুসলিমরা স্বীকার করে।
উল্লেখ্য, এর আগেও রিপোর্ট বেরিয়েছিল গায়ক ইসলামী শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কোরআন তেলাওয়াত করেন অন্যান্য পবিত্র বই নিয়মিত অধ্যয়ন শুরু করেছেন, তবে ডাচ ভ্যালি বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।
ডেইলি পাকিস্তান উর্দু থেকে হামযাহ আলা মাহদীর অনুবাদ
-এটি