আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রনিল বিক্রমসিংহে, অনুরা কুমারা দিসানায়েকে এবং দুল্লাস আলহাপ্পেরুমা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার পার্লামেন্টে পদের জন্য মনোনয়ন আহ্বান করা হয় এবং রনিল বিক্রমাসিংহে, দুলাস আলহাপ্পেরুমা এবং অনুরা কুমারা দিসানায়েকের নাম প্রস্তাব করা হয়। এসময় নিজ নিজ দলীয় নেতারা তাদের সমর্থন জানান।
বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা দুল্লাস আলাহাপ্পেরুমা এবং জি এল পেইরিসের নাম মনোনয়ন করেন। সংসদ নেতা দীনেশ গুনাওয়ারদেনা রনিল বিক্রমাসিংহেকে প্রস্তাব করেন এবং তাকে মানুশা নানায়েকারা সমর্থন জানান।
অনুরা কুমারা দিসানায়েকের নাম প্রস্তাব করেন ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) বিজিথা হেরাথ। এনপিপির পার্লামেন্ট সদস্য হারিনি অমরাসুরিয়া তাকে সমর্থন জানান।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়ার প্রতিবেদন অনুসারে, পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে— পার্লামেন্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের অভিজ্ঞতা থাকলেও এ বারের নির্বাচনটি বিশেষ গুরুত্ব বহন করে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বিরোধীদলের প্রার্থী সাজিদ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক হিসাব পাল্টে গেছে। অন্যদিকে ক্ষমতাসীন দলেও ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনো ফলাফলও দেখা যেতে পারে।
-এএ