মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

যৌথ ঘোষণা ছাড়াই শেষ জি-২০ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ গ্রুপের দুদিনব্যাপী সম্মেলন যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে বৈশ্বিক এই ফোরামটিতে বিভক্তি তৈরি হয়েছিল শুরু থেকেই।

গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এতে সরাসরি অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তবে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সের্হি মার্চেঙ্কো ভার্চুয়ালি অংশ নেন। খবর এএফপি, দ্য ডন।

জি-২০ গ্রুপের সদস্য দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

সম্মেলনে আলোচনায় অংশ নেওয়া সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা খাদ্য ও জ্বালানি সংকটের সমাধানের বিষয়ে গুরুত্ব দেন।

মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) জ্যানেট ইয়েলেন, অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমারস এবং কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড শুক্রবার সম্মেলনে হাজির হন। তারা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে দায়ী করেন।

সমাপনী বক্তব্যে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলিয়ানি ইন্দ্রাবতী বলেন, আমরা টেকসই অর্থনীতি, ক্রিপ্টোকারেন্সি এবং আন্তর্জাতিক ট্যাক্সেশন নিয়ে আলোচনা করেছি। বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য ছিল। তবে যুদ্ধের প্রভাব নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। তবে যা হয়েছে তা সেরা ফলাফল বলে মনে করেন ইন্দ্রাবতী।

তিনি বলেন, সম্মেলনে আন্তর্জাতিক ট্যাক্সেশনে পরিবর্তনের বিষয়ে অগ্রগতি হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ন্যূনতম কর্পোরেট করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হবে।

শনিবার দ্বিতীয় দিনের আলোচনার শুরুতে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পেরি ওয়ারজিও কোভিড-১৯ মহামারি থেকে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দিতে নেতাদের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করার পর সম্মেলনটি অনুষ্ঠিত হলো। সম্মেলনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক বাজারে ধাক্কা দিয়েছে। যার দরুন খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্যও দায়ী এ যুদ্ধ।

সম্মেলনে ইউক্রেনে ক্রেমলিনের ‘বিশেষ সামরিক অভিযান’র নিন্দা করা হয়। বিশ্বব্যাপী খাদ্য সংকটের নেপথ্যে খাদ্যের চালান আটকে থাকার বিষয়টিও উঠে আসে। এ কারণে নেতারা রাশিয়ার সমালোচনা করেন।

জ্বালানির দাম বৃদ্ধির জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেও বক্তব্য দেন অর্থমন্ত্রীরা। তবে ইউক্রেনের অর্থমন্ত্রী মার্চেঙ্কো মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ