আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে দেশে দেশে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা মহামারি কোথাও শেষ হয়নি।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যকর্মীদের ওপর আরও চাপ সৃষ্টি করছে।
মঙ্গলবার (১২ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ভাইরাসকে আমাদের পিছনে ধাক্কা দিয়ে অবশ্যই অগ্রসর হতে হবে। তবে আমরা মহামারির শুরুর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। এখন আমাদের কাছে নিরাপদ এবং কার্যকর সরঞ্জাম রয়েছে। যা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধ করে।
-এএ