আন্তর্জাতিক ডেস্ক: পরপর চারদিন ভারতের দৈনিক করোনা সংক্রমণ ছিল ১৮ হাজারের বেশি। সোমবার সেই সংখ্যাটা খানিক কমলেও মোটের ওপর করোনা পরিসংখ্যান একেবারেই স্বস্তিদায়ক নয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লাখ ৩০ হাজার ৭১৩ জন। যা গতকালের থেকে ২ হাজার ২৩ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩০ শতাংশে পৌঁছে গেছে।
এছাড়া একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪৫৪ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও চিন্তার।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ১৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬২৯ জন। সুস্থতার হার কমের দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ।
-এএ