আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সোয়েটো উপশহরের একটি বারে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে ঢুকে একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে একটি সাদা মিনিবাসে করে তারা পালিয়ে যায়। এ হামলার কোনো উদ্দেশ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হাসপাতালে থাকা ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
গৌতেং প্রদেশের পুলিশপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিবর্ষণের ঘটনাটি ‘পানশালার নিরীহ খদ্দেরদের ওপর একটি ঠাণ্ডা মাথার হামলা’ বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি অস্বাভাবিক ঘটনা নয়। এর সঙ্গে প্রায়ই সংঘবদ্ধ চক্র বা মদ্যপানের সম্পর্ক থাকে। তবে ১৪ জন নিহতের বিষয়টি একটি ব্যতিক্রমী উচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটির পূর্ব লন্ডন শহরের একটি বারে ২১ জন তরুণের গ্যাস বা বিষ প্রয়োগে মৃত্যুর ঘটনার কিছুদিন পরেই এটি ঘটল।
-এএ