আওয়ার ইসলাম ডেস্ক: আরাফাত ময়দান থেকে মুজদালিফায় এসেছেন হাজিরা। এরপর মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সেখানে রাত কাটান সারাবিশ্ব থেকে হজ করতে যাওয়া লাখো ধর্মপ্রাণ মুসলমান।
এর আগে হজের খুতবা শেষে জোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থানের পাশাপাশি তাওবা-ইসতেগফার ও দোয়ায় মশগুল থাকেন। কেননা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন।
সূর্য ডোবার পরপর মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করেন আল্লাহর মেহমানরা। ইতোমধ্যে যারা মুজদালিফায় পৌঁছেছেন তারা এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করেছেন।
-কেএল