মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা আসছে গমজাতীয় পণ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গমজাতীয় প্রস্তুত পণ্য (আটা, ময়দা, সুজি) রফতানিতে নিষেধাজ্ঞা আসতে পারে। ইতোমধ্যে যেসব ব্যবসায়ী ভারত থেকে গমজাতীয় পণ্য রফতানির পরিকল্পনা করছেন, তাদেরকে পূর্বানুমতি নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৬ জুলাই) জারি করা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই থেকে রফতানিকারকরা পূর্বানুমতি ব্যতিরেকে গমজাতীয় পণ্য রফতানি করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী গম এবং গমের আটার সরবরাহে ব্যাঘাত ঘটায় দ্রব্যটির দামের ওঠামানা দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য গুণমান সম্পর্কিত সমস্যা পরিলক্ষিত হয়েছে। তাই ভারত থেকে গমের আটা রফতানির গুণমান বজার রাখা অপরিহার্য।

তবে এ প্রজ্ঞাপন কার্যকর হওয়ার আগে ৬ জুলাইয়ের মধ্যে যেসব পণ্যের জাহাজের লোডিং শুরু হয়েছিল বা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যে চালানগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছিল, সেগুলো সরবরাহের অনুমতি দেবে ভারত সরকার।

কিন্তু গমের রফতানির ওপর যেমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, গমের আটা এবং সংশ্লিষ্ট পণ্যের রফতানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়নি। শুধু পণ্যটির রফতানির পরিমাণ কমিয়ে আনা হয়েছে।

ডিজিএফটির বিজ্ঞপ্তি অনুসারে, ময়দা, সুজি ইত্যাদির মতো পণ্যগুলোও এ নির্দেশনার অন্তর্ভুক্ত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ