মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

তুরস্কে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন যে দেশটিতে একজন ৩৭ বছর বয়সী রোগীর মধ্যে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গেছে। তিনি এখন আইসোলেশনে আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, আফ্রিকা মহাদেশে এ রোগটির উৎপত্তি হয়েছে। এরপরে এ রোগটি ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। ওই দেশগুলোতে মাঙ্কিপক্স সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব অঞ্চলে আরও স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে এ বৈশ্বিক সংস্থাটি।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের একজন রোগীর শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত করা হয়েছে। রোগীর বয়স ৩৭ বছর এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম।’

তিনি আরো বলেন, ওই মাঙ্কিপক্স সংক্রমিত ব্যক্তি আইসোলেশনে আছেন। তার স্বাস্থ্যের উন্নতি-অবনতির বিষয়টি নজদারির মধ্যে রাখা হয়েছে। এখন পর্যন্ত আর কোনো মাঙ্কিপক্স সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

ডব্লিউএইচও-এর হিসাব অনুযায়ী, মে মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাঙ্কিপক্সে আকান্ত রোগীর সংখ্যা হলো ৩,৪০০ জন। এ রোগে মৃত্যুর হয়েছে মাত্র একজনের। ইউরোপের ওই সকল ব্যক্তিদের মধ্যে এ রোগটি বেশি দেখা গেছে যারা সমকামীতায় অভ্যস্ত। তবে ধারণা করা হচ্ছে, এ বছর প্রথম যে দেশগুলোতে এ রোগটি ছড়িয়েছে সেখানে ১৫,০০-এর বেশি লোক এতে সংক্রমিত হন এবং ৬৬ জন মারা যান।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ রোগটি এখনও বিপদ সীমার বাইরে যায়নি। তাই জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়নি। এটা মূলত, সর্বোচ্চ স্তরের সতর্কতা।

সূত্র : রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ