মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইমরান খানের ঘরে স্পাই ক্যামেরা বসাতে গিয়ে ধরা পড়লেন বাড়ির এক কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য নাকি ষড়যন্ত্র চলছে। এই গুজবের মধ্যে, ইমরান খানের বাসভবন বানি গালার একজন কর্মচারীর দ্বারা তার উপর গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

জানা গেছে, ওই কর্মচারী খানের ঘরে একটি স্পাই ক্যামেরা ইনস্টল করার চেষ্টা করছিলেন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে যে বানি গালার একজন কর্মচারীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বেডরুমে একটি ডিভাইস বসানোর জন্য অর্থ প্রদান করা হয়েছিল। খানের বাড়ির অন্য একজন কর্মচারী ডিভাইসটি ইনস্টল করার বিষয়ে নিরাপত্তা দলকে অবহিত করার পরে গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা ব্যর্থ হয়। বানি গালার নিরাপত্তা দল ওই কর্মচারীকে আটক করে ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের গুজবের মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে থেকেই কথিত এই হুমকির পরিপ্রেক্ষিতে শহরের বানি গালা সংলগ্ন এলাকায় নিরাপত্তা সংস্থাগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছিল। পিটিআই-এর অনেকেই দাবি করছেন যে ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

পিটিআই নেতা শেহবাজ গিল বলেছেন, ‘এই বিষয়ে, আমরা সরকার সহ সমস্ত প্রাসঙ্গিক সংস্থাকে জানিয়েছি।’

মিডিয়া পোর্টালের সাথে কথা বলার সময়, শেহবাজ গিল দাবি করেছেন, ‘ইমরান খানের একজন কর্মচারী প্রাক্তন প্রধানমন্ত্রীর কক্ষ পরিষ্কার করতে গিয়ে একটি স্পাই ডিভাইস ইনস্টল করার চেষ্টা করেছিলেন। যার জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ