মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে ন্যাটোর মতো জোট চান জর্ডানের রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্য অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট চান বলে জানিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। কারণ, তার দেশ দীর্ঘ দিন ধরে ন্যাটোর সাথে কাজ করছে। তাই এ অঞ্চলে এমন একটি সামরিক জোটা বা সংস্থা চান তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি নেটওয়ার্কের সাথে এক সাক্ষাত্কারে জর্ডানের রাজা বলেন, ‘জর্ডান ন্যাটোর সাথে সক্রিয়ভাবে কাজ করে এবং কয়েক দশক ধরে ন্যাটো সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এ কারণে দেশটি নিজেকে এ সামরিক জোটের অংশীদার হিসেবে দেখে।’

তিনি বলেন যে তার ইচ্ছা হলো এ মধ্যপ্রাচ্য অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠিত হোক এবং এখানকার দেশগুলো ওই জোটে যোগ দিক।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যভিত্তিক ন্যাটোকে সমর্থন করার ক্ষেত্রে আমি হবো প্রথম ব্যক্তি।’

তিনি বলেন, এ ধরনের সামরিক জোটের দৃষ্টিভঙ্গি ও মিশনের বিবৃতি অবশ্যই খুব স্পষ্ট হতে হবে। এ জোটের ভূমিকা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা দরকার।’

তিনি আরব দেশগুলোকে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আঞ্চলিক প্রকল্পগুলোকে প্রভাবিত করবে।’

জর্ডানের রাজা বলেন, এ ধরনের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সবারই উপকার হবে।

তার মতে, ‘ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে যেকোনো পরিকল্পনা ও সহযোগিতার মনোভাব ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি বলেন, যদি তারা (ইসরায়েল ও ফিলিস্তিন) একে অপরের সাথে কথা না বলে, তবে এটা এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা তৈরি করবে। এর ফলে এটা আঞ্চলিক উন্নয়ন প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ