মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পদ্মা সেতুর উদ্বোধনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা নদীর ওপর দেশের সর্ববৃহৎ সেতু নির্মাণ করে বাংলাদেশে উন্নয়নের এক সোনালি অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) বহু আকাঙ্ক্ষিত এই সেতুর উদ্বোধন করেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা জাতির গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের খবর এবার উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও।

পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বড় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মার্কিন এ বার্তা সংস্থা ‘উদ্বোধন হলো বাংলাদেশের দীর্ঘতম সেতুর’ শিরোনাম দিয়ে এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

এপির প্রতিবেদনে বলা হয়, ‘রাজনৈতিক দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগসহ নানা বিপত্তির মধ্যেও শনিবার দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন উদ্‌যাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা নির্মাণে ৮ বছর লেগেছে।’

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ, কানাডীয় সংবাদমাধ্যম টরন্টো স্টারসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতু নিয়ে বিশদ এক প্রতিবেদন করেছে। তাদের শিরোনাম, ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ‘প্রথম কাজ শুরু হওয়ার দুই দশকেরও বেশি সময় পর ২৫ জুন প্রমত্তা পদ্মা নদীর ওপর গুরুত্বপূর্ণ একটি সেতুর উদ্বোধন করবে বাংলাদেশ। এই সময়ে আর্থিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত নানা বাধা এই সেতুর কাজ সমাপ্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।’

পদ্মা সেতুর উদ্বোধনের খবর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক বিজনেস-স্ট্যান্ডার্ড ‘পদ্মা সেতু উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন স্বপ্ন সত্য হয়েছে’ শিরোনামে খবর প্রকাশ করেছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশটির নতুন যুগান্তকারী বহুমুখী ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেছেন। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা রাজধানী ঢাকার মঙ্গে মোংলা সমুদ্রবন্দরের দূরত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যা গুরুত্বপূর্ণ।

‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো: পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। সংস্থাটির বরাতে একই খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস এবং টাইমস অব ইন্ডিয়াও।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশ করেছে ‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’ শিরোনামে।

আনন্দবাজারের খবরে বলা হয়, ‘শনিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। মাওয়া পয়েন্টে টোল দিয়ে নয়া ইতিহাস তৈরি করল বাংলাদেশ।’

কলকাতার জাতীয় দৈনিক আজকাল শিরোনাম করেছে, ‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে: শেখ হাসিনা’।

এ ছাড়াও গুরুত্বসহকারে পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশ করেছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এই সময়, সংবাদ প্রতিদিনসহ ভারতের প্রভাবশালী অনেক সংবাদমাধ্যম।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ