আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের খ্যাতনামা আলেম ও বুজুর্গ, আধ্যাত্মিকনেতা শায়েখ মাহমুদ আফেন্দির জানাজায় অংশ নেন হাজার হাজার মুসল্লি।
শুক্রবার জুমার নামাজের পর ইস্তুম্বুলের সুলতান মোহাম্মদ আল ফাতিহ জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তুরস্কের বিশিষ্ট এই আলেমের জানাজায় অংশ নেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানসহ দেশের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা।
শায়েখ মাহমুদ আফেন্দি এরদোগানের ধর্মগুরু ছিলেন। তুরস্কে তিনি আলেম-ওলামাসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়ভাজন ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ৯৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
২০২২ সালে জর্দানের একটি সংস্থা বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ জন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় মনোয়ন দেয়। ২০১৩ সালে শায়খুল ইসলাম শায়খ মাহমুদ আফেন্দিকে তুর্কিতে দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ইমাম কাসেম নানুতবি এওয়ার্ড’ দিয়ে পুরষ্কৃত করা হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
-এএ