আব্দুল্লাহ আফফান: আজ শুক্রবার থেকে হজযাত্রীরাই ওমরা করতে পারবে। অন্যরা ওমরা করতে পারবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া উর্দূ’র।
মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, আগামী ২০ জিলহজ্ব (মঙ্গলবার) থেকে ওমরাহ অ্যাপের মাধ্যমে ওমরা আদায়ের জন্য আবেদন করা যাবে।
বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীরা কেবল ওমরা করতে পারবে। হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৪৪৩ হিজরি হজের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলেছেন মসজিদে হারামের সহকারী জেনারেল প্রেসিডেন্ট ডক্টর সাদ বিন মুহাম্মদ।
তিনি মসজিদুল হারামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি মসজিদুল হারামের সেবা ব্যবস্থার বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি হজ উপলক্ষে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, সহযোগিতা ও যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রের নেতৃত্বের প্রচেষ্টা ও ইচ্ছায় আল্লাহ মেহমানরা যেনো হজ পালন করতে পারেন।
-এএ