মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে আবারও বাড়ছে মহামারির প্রকোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় প্রতিটি দেশেই বিগত কয়েক দিনের তুলনায় মহামারিতে ভুক্তভোগীর পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে।

একইভাবে মহামারিতে শীর্ষ ভুক্তভোগী দেশ ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যে মঙ্গলবারের তুলনায় আশঙ্কাজনক পরিমাণে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ৯৫১ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় ৪ লাখ বেশি। মৃতের সংখ্যা আগের দিনের তুলায় ৩০০’র বেশি বৃদ্ধি পেয়ে গতকাল ১ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। ৫০ হাজারেরও বেশি হ্রাস পেয়েছে মহামারিতে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মহামারিতে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি ৫৬ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৩ হাজার ৩৫৭ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫২ কোটি ৭ লাখ ২ হাজার জনের বেশি মানুষ।

ওয়েবসাইটটির পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা বৃদ্ধির পরিমাণ ছিল সাড়ে তিন লাখের বেশি। মঙ্গলবারের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৩০০ জন।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রেও মঙ্গলবারের তুলনায় শনাক্তের সংখ্যা বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় দ্বিগুণ। দেশটিতে গত একদিনে ৬৯ হাজার ৩৯৮ জন এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৮১ লাখ ৯১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৭৪ জন, যা মঙ্গলবারের তুলনায় ১৩০ জন বেশি।

একইভাবে শীর্ষ ভুক্তভোগী দেশ ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যে মঙ্গলবারের তুলনায় আশঙ্কাজনক পরিমাণে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ