আন্তর্জাতিক ডেস্ক: এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর সামরিক কলেজ থেকে গ্র্যাজুয়েট করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় পুতিন এ নির্দেশ দেওয়ার কথা জানান। খবর তাসের।
এরই মধ্যে রুশ সামরিক বাহিনী এস-৫০০ মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে।
পুতিন বলেন, এস-৫০০ মোতায়েনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ-সক্ষমতা নির্ধারিত হবে।
তিনি বলেছেন, রাশিয়ার সেনা ও নৌবাহিনীকে বছরের পর বছর— এমনকি কয়েক দশক ধরে যুদ্ধ করতে হতে পারে।
বিশ্বে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সমান কোনো অস্ত্র নেই। দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও বিমান ভূপাতিত করার জন্য। কিছু ক্ষেত্রে এ ব্যবস্থা স্যাটেলাইট বিধ্বংসী কাজেও ব্যবহার করা হবে। এস-৫০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার পাল্লা হলো ৬০০ কিলোমিটার এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ উড়ন্ত লক্ষ্যবস্তুকে হাইপারসনিক গতিতে বাধা দিতে পারে।
অত্যাধুনিক এই এস-৫০০ ব্যবস্থার নির্মাণকারী প্রতিষ্ঠান আলমাজ-অ্যান্টের প্রধান ইয়ান নভিকভ বলেন, এস-৫০০ হয়ে উঠবে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রাণপ্রদীপ। তিনি এপ্রিল মাসে জানিয়েছিলেন, এই ব্যবস্থা ধারাবাহিকভাবে উৎপাদন করা হচ্ছে।
-এএ