বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে তেঁতুলের বিচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর আবারও আমদানি হচ্ছে তেঁতুলের বিচি। দেশের বাজারে চাহিদা থাকার কারণে ভারতের তামিলনাড় ও ঊড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।

বুধবার (২৫ মে) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুল বিচি আমদানি করছেন।

হারুন-উর রশিদ জানান, দেশের বিভিন্ন কারখানায় কয়েল তৈরির কাঁচামাল ও কীটনাশক তৈরির জন্য বেশ চাহিদা রয়েছে তেঁতুল বিচির। যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্য-মতে, সোমবার (২৩ মে) ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর