সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ঈদের দিন সকালে মিষ্টিমুখে নানা পদের সেমাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিন সকালে মিষ্টিমুখ করতে আয়োজনে রাখতে পারেন নানান পদের সেমাইয়ের সমাহার। খাবারের এই আমেজ ঈদের খুশিতে ভিন্ন মাত্রা যোগ করবে।

এ ছাড়া খাবারে পরিপূর্ণতা আনতে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন ঈদ স্পেশাল সেমাই রেসিপিগুলো। মজাদার এই খাবার ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে আরও কয়েক গুণ।

দুধ সেমাই

সেমাইয়ের নানান পদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত দুধ সেমাই। ঘন দুধে ভেজা সেমাইয়ের স্বাদ নিতে ঈদের দিন সকালে ঝটপট রান্না করে ফেলতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ: দুধ সেমাই করতে আপনার প্রয়োজন হবে লাচ্ছা সেমাই ২০০ গ্রাম, চিনি ১-২ কাপ, সবুজ এলাচ ৩টি, মাঝারি আকারের দারুচিনি ৩ টুকরা, তেজপাতা ৩ টি, তরল দুধ ১ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, ঘি ৩ চামচ, কাঠ বাদাম কুচি ১ চা চামচ, কাজুবাদাম কুচি ১ চা চামচ, কিশমিশ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে সসপ্যানে ১ চা চামচ ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। একটি প্লেটে তা তুলে এক পাশে রেখে দিন।

এবার সেই সসপ্যানে ১ লিটার তরল দুধ ভালো করে গরম করতে দিন। তাতে এক এক করে দিন এলাচ, দারুচিনি ও তেজপাতা। এবার দুধ ভালোভাবে গরম হয়ে গেলে এতে বাকি ঘি দিয়ে দিন। দুধ ঘন হলে এতে দিয়ে দিন গুঁড়া দুধ। ২ মিনিট অপেক্ষা করার পর চুলা থেকে তা নামিয়ে ফেলুন। গরম ভাব কমে যেতে অপেক্ষা করুন মিনিট ৪ এর মতো। এবার হালকা গরম অবস্থায় এতে মচমচে ভেজে রাখা সেমাই গরম দুধে ঢেলে দিন। সেমাই দুধে ভিজতে অপেক্ষা করুন আরও ৩ মিনিটের মতো। ওপরে ছিটিয়ে দিন বাদাম ও কিশমিশ। ব্যাস রেডি মজাদার দুধের সেমাই।

সেমাই শনপাপড়ি

সাদা রঙের শনপাপড়ি খেতে অনেকেই পছন্দ করেন। সেই স্বাদ নিয়ে আসতে পারেন সেমাইতেও। ঈদের দিন এই সেমাই খাবারে আনবে অন্যরকম আভিজাত্য।

প্রয়োজনীয় উপকরণ: সেমাই শনপাপড়ি তৈরি করতে লাগবে লাচ্ছা সেমাই ৩০০ গ্রাম, ঘি ৩ টেবিল চামচ,
চিনি ১-২ কাপ, গুঁড়ো দুধ ২ কাপ, চিনি ১ কাপ, কাঠ বাদাম কুচি ১ চা চামচ, কাজু বাদাম কুচি ১ চা চামচ, কিশমিশ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। একটি প্লেটে তা তুলে ফেলুন। এবার এতে গুঁড়া দুধ ও চিনি দিয়ে একটি চামচ দিয়ে সেমাইয়ে তা ভালো করে মিশিয়ে নিন। ওপরে ছিটিয়ে দিন কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি ও কিশমিশ।

শুকনো ঝরঝরে লাল সেমাই

শুকনো সেমাইয়ের মধ্যে লাল সেমাইটিকেই বেশি পছন্দ করেন অনেকে। সেমাইয়ের রং লাল হওয়ায় শিশুরা এই সেমাই খেতে বেশি ভালোবাসে।

প্রয়োজনীয় উপকরণ: এই সেমাইটি তৈরি করতে আপনার লাগবে লম্বা সেমাই ২৫০ গ্রাম, চিনি ১-২ কাপ, নারকেল ১ কাপ, মাওয়া ১ কাপ, কিশমিশ ৪ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, সবুজ এলাচ ৩টি, তেজপাতা ৩টি, মাঝারি আকারের দারুচিনি ৩টি। লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যানে ঘি, তেজপাতা, এলাচ, দারুচিনি সামান্য ভেজে তাতে সেমাই দিয়ে দিন। এই সেমাই দেওয়ার আগে অবশ্যই একটি পাত্রে সেমাইগুলোকে পছন্দমতো আকারের করে ভেঙে নিতে হবে।

সেমাই হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিন চিনি, লবণ এবং নারিকেল। এ পর্যায়ে ভালো করে সেমাই রান্না করুন চিনি না গলা পর্যন্ত। এখন এর মধ্যে কিশমিশ দিয়ে দিন। হালকা পরিমাণ পানি হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে যেন সেমাই বেশি শক্ত হয়ে না যায়। রান্নার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিন মাওয়া। বেশ তৈরি হয়ে গেল ঝরঝরে শুকনো লাল সেমাই।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ