আবদুল্লাহ তামিম করোনা কাটিয়ে হজ ও ওমরাহ পালন সহজ করতে নানান উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার।
গতকাল শুক্রবার ওমরাহ নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুহাম্মাদ আল-বাসামি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ভিড় এড়াতে ওমরা যাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন রোড স্থাপন করা হচ্ছে। এ রোডগুলোর কারণে হজ ও ওমরাহ পালন সহজ হবে। ভিড় এড়িয়ে খুব সহজে ওমরা ও হজ পালন করা সম্ভব হবে। মসজিদে হারামে হাজিদের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক রুটগুলোও পুনর্গঠন পথচলা সহজ করবে।
সংবাদ সম্মেলনে রমজানের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সহযোগিতায় পবিত্র মসজিদে মাতাফের আঙিনা ও নিচতলা হজযাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়েছে।
গত বুধবার, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, সব ধরণের ভিসাধারীদেরকে সৌদি আরব ওমরাহ করার অনুমতি দিয়েছে।
হজ মন্ত্রণালয় বলছে, ‘এতেমার্না’ আবেদনের মাধ্যমে দেশের বাইরে থেকে আগতদের জন্য ওমরাহ করতে তারিখ বুক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও, মন্ত্রণালয় ওমরাহ অ্যাপয়েন্টমেন্টের বুকিংয়ের জন্য এ্যাপস তৈরি করেছে। যার মধ্যে দেশে প্রবেশ ভিসা জারি করা, আবেদনে নিবন্ধন করা এবং বুকিংয়ের সময় এর বৈধতা নিশ্চিত করা হবে। সূত্র: আল আরাবিয়া নিউজ
-এটি